Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৪ আগস্ট, ২০১৯ ১৬:৫৪
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯ ১৬:৫৫

নামমাত্র মূল্যে চামড়া বিক্রিতে বাধ্য করার প্রতিবাদে বাসদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নামমাত্র মূল্যে চামড়া বিক্রিতে বাধ্য করার প্রতিবাদে বাসদের মানববন্ধন

সরকারের নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে সিন্ডিকেট করে জনগণকে নামমাত্র মূল্যে কোরবানির পশুর চামড়া বিক্রি করতে বাধ্য করার প্রতিবাদে এবং চক্রান্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন হয়েছে। 

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর উদ্যোগে বুধবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি শন্তু মিত্র, জেলা শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম এবং রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার ঢাকার বাইরে প্রতি বর্গফুট চামড়ার দাম ৪৫ টাকা নির্ধারণ করে দিলেও সিন্ডিকেট করে জনগণকে পানির দামে পশুর চামড়া বিক্রি করতে বাধ্য করা হয়েছে। এতে খুচরা ও মৌসুমী চামড়া ব্যবসায়ীরা লোকসানের শিকার হয়েছে। তাদের ক্ষতিপূরণ দেওয়াসহ সিন্ডিকেটের অভিযুক্তদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানান বক্তারা।

বিডি-প্রতিদিন/মাহবুব


আপনার মন্তব্য