রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি পৌর এলাকায় ভটভটি ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সবজি ব্যবসায়ীর নাম মিনহাজুল ইসলাম মিজান (৩২)। মিনহাজুল বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা গ্রামের লোকমান হোসেনের ছেলে। নিহতের লাশ বিকালে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, খুচরা বিক্রির জন্য দুপুরে বাজার থেকে সবজি কিনে ভ্যানে করে বাড়িতে ফিরছিলেন মিনহাজুল। এ সময় সামনে থেকে আসা ভটভটির সাথে তার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে পরিবার তার মরদেহ নিয়ে যায়।
রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে ভটভটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম