রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাটে ৩০টি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের সমন্বয় সভা (কংগ্রেস)-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত কংগ্রেসে সভাপতিত্ব করেন প্রসেন এক্কা। সমন্বয় সভাটি জাতীয় পতাকা ও রক্ষাগোলা সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলার নির্বাহী অফিসার শিমুল আকতার।
কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাবেক রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিসিবিভিওর সাধারণ সম্পাদক সারওয়ার-ই-কামাল স্বপন, আবুল কালাম আজাদ, দেওপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দুখু সরেন, নারী সদস্য কস্তান্তিনা হাঁসদা।
বিডি প্রতিদিন/এ মজুমদার