ঢাকায় ইলিশ মাছ নিয়ে যাওয়ার সময় ট্রাক খাদে পড়ে হেলপার ও চালানদার নিহত হয়েছেন। বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাছের চালানদার সৈয়দ হোসেন (৩৫) কক্সবাজার সদর বাহার চরা এলাকার মতিউর রহমানের ছেলে। ট্রাকের হেলপারের (২৫) পরিচয় এখনও পাওয়া যায়নি।
কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার এসআই সাইফুল ইসলাম জানান, মহাসড়কের কোরপাইয়ে একটি মাছ ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মাছের চালানদার ও হেলপার নিহত হন। চট্টগ্রাম থেকে মাছগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশ উদ্ধার করছে।
বিডি প্রতিদিন/আরাফাত