১৩ নভেম্বর, ২০১৯ ১৩:০৯

বশেমুরবিপ্রবির সাবেক ভিসির বিরুদ্ধে অনুসন্ধান শুরু দুদকের

অনলাইন ডেস্ক

বশেমুরবিপ্রবির সাবেক ভিসির বিরুদ্ধে অনুসন্ধান শুরু দুদকের

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাবেক ভিসি খোন্দকার নাসিরউদ্দিনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ভর্তি, নিয়োগ বাণিজ্য ও কেনাকাটায় দুর্নীতিসহ নানা অভিযোগ উঠেছে খোন্দকার নাসিরউদ্দিনের বিরুদ্ধে। দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্ল্যা অভিযোগটি অনুসন্ধান শুরু করেছেন।

গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তদন্ত কমিটি জানায়, উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের অনিয়ম-দুর্নীতির আলামত পাওয়া গেছে। এরপর ৩০ সেপ্টেম্বর তিনি পদত্যাগ করেন।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর