সিরাজগঞ্জের উল্লাপাড়ায় 'রংপুর এক্সপ্রেস' লাইনচ্যুত হওয়ার ঘটনায় রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের 'পদ্মা এক্সপ্রেস'র যাত্রা বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে ছাড়ার ঠিক আগমুহূর্তে রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি বাতিল করা হয়।
রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার আব্দুল করিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সিরাজগঞ্জে দুর্ঘটনার পর উদ্ধারকাজ শুরু এবং শেষ হতে গভীর রাত পর্যন্ত সময় লাগতে পারে। তাই আপাতত ঢাকাগামী আন্তঃনগর ট্রেন পদ্মা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। যারা চাইছেন তারা টিকিট ফেরত দিয়ে টাকা নিতে পারছেন। আর যারা টাকা ফেরত যাচ্ছেন তাদেরকে কাউন্টার থেকে টাকা দিয়ে দেওয়া হচ্ছে। তবে ঢাকাগামী ট্রেন ব্যতীত সব ট্রেনের সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও জানান রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার।
বিডি প্রতিদিন/এ মজুমদার