১৪ নভেম্বর, ২০১৯ ২০:৩৫

মোহাম্মদপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

মোহাম্মদপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সংগৃহীত ছবি

অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর মোহাম্মদপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। জাকির হোসেন রোড, টাউন হল এবং শহীদ পার্ক মাঠে বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিকাল ৪টা এই অভিযান চালানো হয়।

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এসময় প্রায় দুই শতাধিক দোকান, ভ্যান, শেড ইত্যাদি উচ্ছেদ করা হয়। এছাড়া জাকির হোসেন রোড মাঠে অবৈধভাবে অনুষ্ঠিত একটি মেলা উচ্ছেদ করা হয়। মেলার দোকানগুলো অক্ষত অবস্থায় মাঠের সন্নিকটে ওয়াসার পাম্প এর কাছে সরিয়ে নেওয়া হয়েছে। আরেকটি অবৈধ মেলার আয়োজক মোহাম্মদপুর ক্লাব মাঠ কর্তৃপক্ষের কাছ থেকে অবৈধভাবে মেলা পরিচালনা করা হবে না মর্মে মুচলেকা নেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালত শহীদ পার্ক মাঠে একটি বড় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।

এছাড়া আজ ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেনের নেতৃত্বে ফার্মগেট ফুটওভার ব্রিজ থেকে সকল হকার উচ্ছেদ করে জনগণের চলাচলের উপযোগী করা হয়। মূলত গত কয়েকদিনের কয়েকটি জাতীয় দৈনিকের রিপোর্টের ভিত্তিতে আজ মোহাম্মদপুর এবং ফার্মগেটে উচ্ছেদ অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযানকালে ডিএনসিসির প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজী উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর