বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) আবারও ভাঙন। আজ সোমবার আবদুল করীম আব্বাসীকে সভাপতি করে সাত সদস্যের সমন্বয়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সকালে এলডিপি থেকে বেরিয়ে যাওয়া বা বাদ পড়া নেতারা সংবাদ সম্মেলন করেছেন এ ঘোষণা দেন।
যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিম সংবাদ সম্মেলনে বলেন, কর্নেল অলির সঙ্গে রাজনীতি করা যায় না। সেজন্য আমরা আবদুল করীম আব্বাসীকে সভাপতি করে সাত সদস্যের সমন্বয়ক কমিটি ঘোষণা করছি। এই কমিটির সদস্য সচিব আমি সাহাদাত হোসেন সেলিম।
সমন্বয় কমিটির মধ্যে আলাপ-আলোচনা করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/ফারজানা