ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, পিয়াজের দাম লাগামের বাইরে চলে গেছে। তাই আগামী দুই সপ্তাহ মুনাফা ছাড়া ব্যবসায়ীদের পিয়াজ বিক্রি করার অনুরোধ জানিয়েছেন সাঈদ খোকন।
আজ সোমবার দুপুরে রাজধানীর গুলিস্তানের নগর ভবনে ডিএসসিসি মালিকানাধীন মার্কেট ফেডারেশন প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভায় মেয়র এ অনুরোধ জানান। ডিএসসিসি অনুষ্ঠানটির আয়োজন করে।
প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার, ব্যবসায়ী এম এ হান্নান ও নাজমুল হুদা বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার