বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- টানা ৩৩ ঘণ্টা ধরে তিন দফা দাবিতে আন্দোলন করছেন জবি শিক্ষার্থীরা
- পুতিন আর আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই ঘটবে না, ইউক্রেন ইস্যুতে ট্রাম্প
- দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৭৮৯ জন
- চিলি-কলম্বিয়া ম্যাচের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা, ফিরলেন মেসি
- ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন স্পেনের
- কমলো স্বর্ণের দাম
- ইন্দোনেশিয়ায় সেনা অভিযানে ১৮ বিচ্ছিন্নতাবাদী নিহত
- আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিতে চট্টগ্রাম ত্যাগ করল “বানৌজা খালিদ বিন ওয়ালিদ”
- মার্কিন পণ্যে সব ধরনের শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে ভারত
- হানিট্র্যাপে ব্ল্যাকমেইল, ট্রান্সজেন্ডার নারী আটক
- পটুয়াখালীতে মাদক মামলায় চান মিয়ার ৫ বছরের কারাদণ্ড
- বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজাসহ ৩ জনের মৃত্যু
- খালেগি নাচে ট্রাম্পকে স্বাগত জানাল আমিরাতের মেয়েরা (ভিডিও)
- ভুটানের লিগে ২৮ গোলের অবিশ্বাস্য জয়ে সাবিনার ৯ ও মনিকার ৭
- সাম্য হত্যায় ক্ষোভ, ক্লাস-পরীক্ষা বর্জন ছাত্রদল ও বাম সংগঠনের
- জান্তা বাহিনীর ঘাঁটিতে হামলা, থাইল্যান্ডে পালাল ৪১৪ জন
- সাম্য হত্যার প্রতিবাদে ঢাবি উপাচার্যের পদত্যাগ দাবি জাবি ছাত্রদলের
- মালয়েশিয়ার শ্রমবাজারে শ্রমিক নিয়োগ আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি : আসিফ নজরুল
- দুই উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তাসহ চারজনকে দুদকে তলব
- রাঙামাটিতে ট্রাক্টর উল্টে তিন শ্রমিক নিহত
রাজশাহীতে ৩২ লাখ টাকার মাদক জব্দ, গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন

রাজশাহী সীমান্ত থেকে প্রায় ৩২ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক তিনটি অভিযানে বিজিবি এসব উদ্ধার করে। এর মধ্যে দুটি অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার ভোরে বিজিবি বাঘা মীরগঞ্জ সীমান্ত ফাঁড়ির একটি দল উপজেলার হরিরামপুর পদ্মার চরে অভিযান চালায়। এ সময় প্রায় ১২ লাখ ৭৭ হাজার টাকার ৩ হাজার ৯২৫ পিস ইয়াবাসহ মিনারুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
মিনারুল বাঘার আলাইপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তার কাছ থেকে ইঞ্জিনসহ একটি নৌকাও জব্দ করা হয়েছে। এ অভিযানের সময় মহজনপাড়া আলাইপুর গ্রামের আজিজারের ছেলে মাদক ব্যবসায়ী ভোলা মিয়া (৪০) পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। তবে ভোলা ও মিনারুলের বিরুদ্ধে মামলা হয়েছে।
এদিকে রবিবার রাত দুইটার দিকে বিজিবির পদ্মার চর সীমান্ত ফাঁড়ির একটি দল রাজশাহীর কাটাখালি থানার টাঙন গরুর ঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় প্রায় সাড়ে ১৮ লাখ টাকা মূল্যের সাড়ে ৩ হাজার পিস ইয়াবা বড়িসহ রিয়াজ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি রাজশাহী মহানগরীর উপকণ্ঠ শাহাপুর এলাকার রমজান আলীর ছেলে। রিয়াজের কাছ থেকে একটি মাহিন্দ্রা ট্রাক্টরও জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধেও মামলা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিজিবির শাহাপুর সীমান্ত ফাঁড়ির একটি দল কাটাখালি থানার মধ্যচরে অভিযান চালায়। এ সময় চোরাচালানিরা ১৫৩ বোতল ফেন্সিডিল ভর্তি একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেগুলো জব্দ করে আনেন। উদ্ধার করা ফেন্সিডিলের মূল্য আনুমানিক ৬১ হাজার টাকা।
বিজিবি অধিনায়ক জানান, উদ্ধার করা ফেনসিডিল ও ইয়াবা বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরের সিজার স্টোরে জমা করা হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী পরবর্তীতে সেগুলো জনসম্মুখে ধ্বংস করা হবে।
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর