১৯ নভেম্বর, ২০১৯ ১৬:০৫

এমপি জ্যাকবের মামলায় 'জাগো টিভি'র তিনজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

এমপি জ্যাকবের মামলায় 'জাগো টিভি'র তিনজন গ্রেফতার

আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (ফাইল ছবি)

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি'র দায়ের করা এক মামলায় ‘জাগো টিভি’র বার্তা সম্পাদকসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

রাজধানীর শ্যামলী থেকে অনিবিন্ধত ‘জাগো টিভি’ নামে একটি ইউটিউব চ্যানেলে ‘এমপি জ্যাকব ১১ বছরে ৪ হাজার কোটি টাকার মালিক’ শিরোনামে একটি অপপ্রচারমূলক মিথ্যা সংবাদ পরিবেশন করে। এর বিরুদ্ধে জ্যাকব শেরে বাংলা নগর থানায় আইসিটি অ্যাক্টে একটি মামলা দায়ের করেন (মামলা নং-২৭/৫০৬)। সেই মামলায় শেরেবাংলা নগর থানা পুলিশ অভিযান চালিয়ে ‘জাগো টিভি’র বিভিন্ন কম্পিউটার সরঞ্জামসহ মুনতাসির বিল্লাহ, সজিব এবং শাওন নামে তিনজনকে গ্রেফতার করে। 

এমপি জ্যাকব জানিয়েছেন, পরিবেশিত সেই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। এ ধরনের অনিবন্ধিত চ্যানেল থেকে ভুয়া ও অপপ্রচারমূলক সংবাদ প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সরকার এবং রাজনৈতিক ব্যক্তিরা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হবেন।

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর