১৯ নভেম্বর, ২০১৯ ১৮:৫২

সড়ক আইন সংশোধনের দাবিতে রংপুরে ট্রাক শ্রমিকদের বিক্ষোভ

রংপুর প্রতিনিধি

সড়ক আইন সংশোধনের দাবিতে রংপুরে ট্রাক শ্রমিকদের বিক্ষোভ

সম্প্রতি ঘোষিত সড়ক পরিবহনের নতুন আইন সংশোধনের দাবিতে রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ট্রাক শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে নগরীর কলেজ রোডস্থ ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে এই মিছিল বের হয়। 

মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে নতুন সড়ক আইন সংশোধনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। রংপুর জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মানিক, কার্যকরী সভাপতি জয়নাল আবেদীন, সহ-সভাপতি আশরাফ আলী প্রমুখ।

বক্তারা বলেন, পাশ হওয়া নতুন সড়ক পরিবহন আইনের বেশিরভাগ বিষয় শ্রমিকদের বিপক্ষে। আইনের যেসব ধারা ও জরিমানার বিষয় নির্ধারণ করা হয়েছে, তা মেনে নিয়ে কোনোভাবেই সড়কে গাড়ি চলানো সম্ভব না। সকল শ্রমিক এই আইনের বিরুদ্ধে। তারা প্রতিবাদ করেছে। অবিলম্বে এই আইন সংশোধন করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর