বরিশালে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৩ বস্তা নিষিদ্ধ পলিথিন এবং ১১ বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে পরিবেশ অধিদপ্তর এবং দুপুরে জেলা প্রশাসনের পৃথক ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।
বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৩ বস্তা নিষিদ্ধ পলিথিনসহ জাহাঙ্গীর হোসেন এবং পলিথিনের মালিক মজিবর রহমান খন্দকারকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত উভয়কে ৬ মাস করে কারাদণ্ড ও ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৪৫ দিনের কারাদন্ড এবং ১৩ বস্তা পলিথিন জব্দের আদেশ দেন।
অপরদিকে, দুপুরে ১১ বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার এবং এ ঘটনায় জড়িত বেল্লাল আহমেদকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে বেল্লাল আহমেদকে ১ বছরের কারাদন্ড প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএফএম শামীম।
উদ্ধারকৃত নিষিদ্ধ কারেন্ট জালের বাজার মূল্য ২ কোটি ২০ লাখ টাকা বলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএফএম শামীম জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার