বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
আজ রবিবার রাজধানীর উত্তরার জসীম উদ্দিন থেকে সাইনবোর্ডে বাংলা ভাষা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন।
গত বছরগুলোতে রাজধানীর বিভিন্ন এলাকার প্রতিষ্ঠানে ডিএনসিসির দফায় দফায় অভিযান, জরিমানা এবং নানা পদক্ষেপের নিয়েছিল ডিএনসিসি।
বিডি প্রতিদিন/ফারজানা