প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর দ্বিবার্ষিক নির্বাচনে ঢাকা সেন্টারের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার এম এম আবুল হোসেন।
আইইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়।
এছাড়া আইইবি ঢাকা সেন্টারের ভাইস-চেয়ারম্যান পদে হাবিব আহম্মেদ হালিম (মুরাদ), মুসলিম উদ্দিন এবং সম্মানীয় সম্পাদক পদে কাজী খায়রুল বাশার নির্বাচিত হয়েছেন।
বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের যুগ্ম সম্পাদক এবং গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এম এম আবুল হোসেন আইইবি’র বিগত কমিটির ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন