বরিশাল নগরীর বটতলা এলাকায় আগুনে পুড়ে গেছে কাঠের ২০টি ছোট ঘর। তবে এই অগ্নিকাণ্ডে কোনো হতাহত হয়নি। সোমবার দুপুর আড়াইটার দিকে নগরীর বটতলা এলাকার শরীফ বাড়িতে এই অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও অন্য সূত্র জানায়, ওই বাড়ির ছোট একটি কাঠের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে রান্নার গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে কেউ বলছে। আবার কেউ বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেননি কেউ।
কাঠের ঘর হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী ঘরগুলোতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ওই বাড়িতে থাকা ঘরগুলোর মধ্যে ২০টি ঘর পুড়ে যায়। শরীফ বাড়ির বাসিন্দারা নিম্নবিত্ত শ্রেণির। পুড়ে যাওয়া ঘরগুলোর মধ্যে ভাড়াটিয়ারা বসবাস করতেন।
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন জানান, নির্দেশনা মোতাবেক ৭টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। প্রায় আধা ঘন্টার মধ্যে তারা আগুন নিয়ন্ত্রণ করেন। আগুনের কারণ অনুসন্ধান এবং ক্ষতি নিরূপণের কাজ চলছে বলে তিনি জানান।
মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতয়ালী) মো. রাসেল জানান, আগুনের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
বিডি প্রতিদিন/আল আমীন