রংপুরে উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের অর্থায়নে ও রংপুর জেলা পুলিশের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
রংপুর জেলার সকল উপজেলা জনপ্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিপিএম (বার), পিপিএম। এসময় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজ টিএম মুজাহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম