সাভারে আশুলিয়ায় পরিবেশ দূষণের অভিযোগে একটি ডায়িং কারখানাকে ২ লাখ টাকা জরিমানা, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও কারখানাটি সাময়িক বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে শিমুলিয়ার মেশিনপাড় এলাকায় ওই কারখানায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) তাজওয়ার সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব ও ইন্সপেক্টর জেসমিন আক্তারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাজওয়ার সাকাপি ইবনে সাজ্জাদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দীর্ঘদিন ধরে এই কারখানাটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ডায়িংয়ের বর্জ্য সরাসরি কৃষি জমিতে ফেলিছল। আজ দুপুরে কারখানাটি পরিদর্শনে গিয়ে এর সত্যতা মেলে। এসময় পরিবেশ দূষণ ও এ সংক্রান্ত কাগজপত্র না থাকার অভিযোগে কারখানাটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ কারখানাটি সাময়িক বন্ধ ঘোষনা করা হয়।
বিডি-প্রতিদিন/হিমেল