বাংলাদেশ প্রকৌশলীদের একমাত্র পেশাভিত্তিক সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)-এর ২০২০-২০২১ মেয়াদের নির্বাচনে ইলেকট্রিক্যাল ডিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাক এবং সেক্রেটারী নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মোঃ আবু সুফিয়ান মাহবুব (লিমন)।
মোঃ আব্দুর রাজ্জাক ডিপিডিসি'র তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও মোঃ আবু সুফিয়ান মাহবুব ৩১তম বিসিএস ব্যাচের সদস্য ও বর্তমানে গণপূর্ত অধিদপ্তরে উপ-বিভাগীয় প্রকৌশলী (ই/এম) হিসেবে কর্মরত আছেন।
আইইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ