দিল্লিতে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে ‘জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক প্রতিরোধ মোর্চা’। মঙ্গলবার সকাল ১১টায় শাহবাগ প্রজন্ম চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাস গুপ্ত, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য বাবু চন্দন শীল, জামিআ ইকরা বাংলাদেশের মুফতী ও মুহাদ্দিস ফয়জুল্লাহ আমান ও জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক প্রতিরোধ মোর্চার আহবায়ক ব্যারিস্টার তুরিন আফরোজ।
জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক প্রতিরোধ মোর্চার প্রধান সমন্বয়ক এফ এম শাহীনের সঞ্চালনায় মানববন্ধনে আরেও বক্তব্য দেন অপরাজেয় বাংলার সদস্য সচিব এইচ রহমান মিলু, উঠোনের সভাপতি অনিকেত রাজেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের জি এস মেহেদী হাসান শান্ত, ছাত্রনেতা তারেক রহমান এলিট, দেওয়ান সাবাব। উপস্থিত ছিলেন বিবার্তা২৪ এর সম্পাদক বাণী ইয়াসমিন হাসি, সাবেক ছাত্রনেতা জসিমউদ্দীন ভূঁইয়া, রবিউল রুপম, বিশিষ্ট সাংবাদিক শাহনেওয়াজ দুলাল, রোকেয়া হল ছাত্র সংসদের এ জি এস ফাল্গুনী দাস তন্বী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীবৃন্দসহ জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক প্রতিরোধ মোর্চার নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/ফারজানা