রাজধানীর বনানীর মহাখালী কাঁচা বাজার থেকে বৈদেশিক মুদ্রা জালিয়াতি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকা মেট্রো দক্ষিণ ইউনিট।
মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে সিআইডি।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- মো. সেনটু মুন্সি (৩৮), পিতা-মৃত আলী আকবর মুন্সি, মাতা-মৃত মাজেদা বেগম, সাং-মুকুন্দপট্টি, থানা-নগরকান্দা, জেলা-ফরিদপুর ও মো. দেলোয়ার মোল্লা (৫০), পিতা-মৃত রওশন মোল্লা, সাং-আইকদিয়া, থানা-মুকসুদপুর, জেলা-গোপালগঞ্জ।
জানা যায়, জালিয়াতি চক্রটি ঢাকা শহরের বিভিন্নস্থানে নিরীহ ও সহজ সরল মানুষদের প্রথমে অল্প পরিমাণ বৈদেশিক মুদ্রা দেখিয়ে বিশ্বাস অর্জন করে। পরবর্তীতে একটি থলের ভেতর অনুরুপ আরও বৈদেশিক মুদ্রা আছে জানিয়ে প্রতারণামূলকভাবে অর্থ হাতিয়ে নেয়। থলে খোলার পর তার ভেতর থেকে কাগজ ও পত্রিকার অংশ বিশেষ ছাড়া আর কিছুই পাওয়া যায় না।
ঢাকা মেট্রো দক্ষিণের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার জহিরুল হকের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে প্রতারকদ্বয়কে প্রতারণার সময় হাতেনাতে গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে ১০০ রিয়াল সমমানের বৈদেশিক মুদ্রা এবং কাগাজ দিয়ে বান্ডিলকৃত ভুয়া বৈদেশিক মুদ্রা জব্দ করে। চক্রের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনার লক্ষ্যে মামলাটি সিআইডিতে তদন্তাধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন