চাকরি স্থায়ীকরণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ফুটপাতে আন্দোলনে দিন কাটছে সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ) এর আওতায় নিয়োগ পাওয়া অতিরিক্ত শ্রেণি (এসিটি) শিক্ষকদের। আজ বুধবার তৃতীয় দিনের মতো প্রায় দুই শতাধিক শিক্ষক এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন।
আন্দোলনরত শিক্ষকরা জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সুপারিশ ও প্রতিবার শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসের পরও গত ২৬ মাস বিনা বেতনে পাঠদান করেও চাকরি স্থায়ীকরণ হয়নি। কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মাহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাহারুল, মুখপাত্র শাহাদাতুল মুঈদসহ অন্যরা এতে বক্তব্য দেন।
বক্তারা বলেন, প্রকল্পের মেয়াদ শেষে চাকরি স্থায়ীকরণের দাবিতে এর আগে তারা দফায় দফায় আন্দোলন করেছেন। অভিজ্ঞতা ও মাধ্যমিক পর্যায়ে বিশেষ অবদান এবং মানবিক দিক বিবেচনা করে চাকরি স্থায়ীকরণ ও বিনাশর্তে দ্রুত এসইডিপি প্রোগ্রামে তাদের নেওয়া হোক।
বিডি-প্রতিদিন/মাহবুব