সাভারে ফুটফুটে এক নবজাতক উদ্ধার করেছে পুলিশ। পরে নবজাতকটিকে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। বুধবার বিকেল পাঁচটার দিকে সাভার পৌর এলাকার মুক্তিরমোড় এলাকার একটি রাস্তার পাশে শপিং ব্যাগের ভেতর থেকে এই সদ্য জন্ম নেওয়া কন্যা শিশুটিকে উদ্ধার করেন সম্রাট নামের এক যুবক।
এবিষয়ে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) জাকারিয়া হোসেন বলেন, রাত ১২টার দিকে সাভার পৌর এলাকার যেকোন একটি বাড়িতে নবজাতকটির জন্ম হয়। পরে তার বাবা-মা নবজাতকটিকে জীবিত অবস্থায় শপিং ব্যাগে ভরে মুক্তিরমোড় এলাকায় একটি রাস্তায় ফেলে যান।নবজাতকটির বাবা-মা কে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। উপজেলা প্রশাসন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে নবজাতকটিকে সমাজ সেবা অধিদপ্তরে পাঠানো হবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/শফিক