আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বরিশালে র্যালি বের করা হয়েছে। ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ স্লোগানে বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি সার্কিট হাউজ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
বরিশাল জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বিভিন্ন উন্নয়ন সংগঠনের যৌথ উদ্যোগে এই র্যালি অনুষ্ঠিত হয়। এতে বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক দিলারা খানম, সনাক সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, এনজিও সংগঠক জাহাঙ্গীর কবির, নারী নেত্রী রহিমা সুলতানা কাজল, নিগার সুলতানা হনুফাসহ বিভিন্ন নারী সংগঠক ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/আল আমীন