রাজশাহীতে জাতীয় পার্টির কেন্দ্রের গঠন করে দেওয়া কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছেন নেতারা। শুক্রবার সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে লুৎফর রহমানকে। আর সদস্য সচিব হয়েছেন সালাহউদ্দিন মিন্টু।
সংবাদ সম্মেলনে বলা হয়, কেন্দ্র থেকে যাদের নাম দিয়ে কমিটি করা হয়েছে, তারা কোনোদিন জাতীয় পার্টি করেননি। এ কারণে আগেই দল ছেড়েছেন সভাপতি শাহাবুদ্দিন বাচ্চু ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ডালিমসহ ত্যাগী নেতারা। এরপরেও কেন্দ্র কোনো পদক্ষেপ না নেওয়ায় নতুন এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সদস্য সচিব সালাহউদ্দিন মিন্টু।
আহ্বায়ক কমিটির সদস্য শাহীনুল ইসলাম জানান, ‘এখন কমিটি একটা জটিল পরিস্থিতির মধ্যে আছে। কারা যেনো কমিটি নিয়ে এসেছে। কিন্তু কাগজ দেখাতে পারেনি। কেন্দ্রও বলছে না। কমিটি নিয়ে একটা গড়মিল আছে। আমরা যারা সত্যিকারের জাতীয় পার্টি করি, তারা কমিটি করেছি।’
জাতীয় পার্টি (জাপা) ছাড়ার ঘোষণা গত ২০ জানুয়ারি দিয়েছিলেন রাজশাহী মহানগরের সভাপতি শাহাবুদ্দিন বাচ্চু। ৩১ জানুয়ারি দল ছাড়ার ঘোষণা দেন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ডালিমসহ ৫ শতাধিক নেতাকর্মী। গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে তারা দল ছাড়ার ঘোষণা দেন। এবার কেন্দ্রের কমিটিকে চ্যালেঞ্জ জানিয়ে আহ্বায়ক কমিটি করলেন গত কমিটির সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন মিন্টু।
বিডি প্রতিদিন/হিমেল