আশুলিয়ার শুটিং বাড়ি এলাকায় সাজেদা বেগম নামে এক তরুণীকে শ্বাসরোধে হত্যা করেছে কথিত স্বামী। ঘটনার পর থেকে ওই পোশাক শ্রমিকের কথিত স্বামী পালাতক রয়েছে।
শুক্রবার দুপুরে আশুলিয়া আলাউদ্দিনের মালিকনাধীন বাড়ির ২ তলার একটি ফ্ল্যাট থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত সাজেদা বেগমের গ্রামের বাড়ি বাগেরহাট জেলায়। বর্তমানে আশুলিয়ায় একটি পোশাক কারখানা অপারেটর পদে চাকরি করতো।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরির্দশক (এসআই) আরমান আসাওয়াত জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে নিহত সাজেদা বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় আঘাতের চিহৃ রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গতরাতে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ফ্ল্যাটের দরজা খোলা ছিল। তার সঙ্গে সুজন নামে এক ব্যক্তি বসবাস করে আসছিল। প্রাথমিক তদন্ত জানা যায়, সাজেদার কথিত স্বামী হিসেবে সুজনের সম্পর্ক ছিল।
বিডি প্রতিদিন/আরাফাত