‘সোনালী আঁশের সোনার দেশ, মুজিববর্ষে বাংলাদেশ’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে ও পাট অধিদপ্তরের সহযোগিতায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে পাট দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শহিদুল ইসলামের সভাপত্বি সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক হরিদাস পাল, বিএডিসির যুগ্ন পরিচালক এ কে এম মিজানুর রহমান প্রমুখ। বক্তারা পাট চাষ বাড়াতে এবং পাটের তৈরি পন্য ব্যবহারে জনগণকে উৎসাহিত করার জন্য সকলের প্রতি আহবান জানান।
বিডি প্রতিদিন/আল আমীন