প্রথমে ফেন্সিডিল বহনকারী একটি ট্রাক জব্দ করে র্যাব। ট্রাকে ছিলেন হেলপার। হেলপারকে দিয়ে যখন ট্রাকের চালককে ডাকা হয় তখন তিনি (চালক) আসেন প্রাইভেটকারে। তাকে আটক করে তল্লাশি করা হলে মেলে ইয়াবাও। রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার মারকাজ পেট্রোল পাম্প এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে র্যাব এই অভিযান চালায়। এ ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
তারা হলেন- নগরীর কাটাখালী থানার শ্যামপুর গোয়ালপাড়া এলাকার হালিম আলীর ছেলে মো. সাইফুদ্দিন (২৯), সুচারন এলাকার তবারক মোল্লার ছেলে তাজু মোল্লা (২১) এবং নগরীর লক্ষ্মীপুর কাজিহাটা এলাকার শাজাহান আলীর ছেলে মো. ডলার (৩৭)। এদের মধ্যে তাজু ট্রাকের হেলপার, সাইফুদ্দিন ট্রাকের চালক এবং ডলার প্রাইভেটকার চালক। এ অভিযানে ৬৩১ বোতল ফেন্সিডিল ও ৭৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদক চোরাচালানের কারণে প্রাইভেটকার এবং ট্রাকও জব্দ করেছে র্যাব।
র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এটিএম মাইনুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে তারা মারকাজ পেট্রোল পাম্পের সামনে থাকা একটি ট্রাকে অভিযান চালান। এ সময় ট্রাকে হেলপার তাজুকে পাওয়া যায়। ট্রাকে তল্লাশি করা হলে অভিনব কায়দায় লুকানো অবস্থায় পাওয়া যায় ফেন্সিডিল। এ সময় র্যাবের কথা গোপন করে হেলপারকে দিয়ে ট্রাকের চালককে ডাকা হয়।
প্রায় চার ঘণ্টা পর ট্রাকচালক সাইফুদ্দিন আসেন একটি প্রাইভেটকারে চড়ে। তখন তাকে আটক করে তল্লাশি করা হলে পাওয়া যায় ইয়াবা। এ সময় প্রাইভেটকারের চালক ডলারকেও আটক করা হয়। আটক করার সময় সাইফুদ্দিন র্যাবের এক সদস্যকে কামড় দিয়ে পালানোর চেষ্টা করেন। এছাড়া হেলপার তাজুও পালানোর চেষ্টা করেন। এ সময় পড়ে গিয়ে তারা আহত হন। আটকের পর তাদের হাসপাতালে ভর্তি করা হয়। কামড়ে আহত র্যাবের এক সদস্যকেও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
র্যাব কর্মকর্তারা জানান, গ্রেফতার তিনজন একটি মাদক চক্রের সঙ্গে জড়িত। যশোর থেকে ফেন্সিডিল নিয়ে ট্রাকটি রাজশাহী এসেছিল। ট্রাকে ফেন্সিডিল ছাড়া আর কিছুই ছিল না। তাই সকালে কিছু মালামাল নিয়ে ট্রাকটি ঢাকায় যেত। এর আগে ট্রাকে ইয়াবাও নেওয়া হতো। তার আগেই অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। চক্রের অন্য সদস্যদেরও শনাক্ত করার চেষ্টা করছে র্যাব। তাদের আইনের আওতায় আনা হবে। এনিয়ে থানায় মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
বিডি প্রতিদিন/হিমেল