করোনা সংক্রামন এড়াতে সারা দেশের সকল রুটে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এই ঘোষণার পর বরিশাল নদী বন্দর থেকে স্থানীয় ও অভ্যন্তরীন এবং দূরপাল্লা রুটের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। একইভাবে স্থানীয় প্রশাসনের নির্দেশে দুপুর ২টার পর বরিশাল থেকে অভ্যন্তরীন ও দূরপাল্লা রুটের সকল যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
অপরদিকে জনসমাগম ঠেকাতে ওষুধ এবং নিত্যপণ্যের (মুদী) দোকান ছাড়া সব ধরনের দোকান-মার্কেট-বিপনী বিতান বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এদিকে মাদারীপুরে করোনা রোগী সনাক্ত হওয়ার খবরে ওই জেলার কালকিনি উপজেলার সাথে বরিশালের সিমান্তবর্তী গৌরনদী উপজেলার সবগুলো প্রবেশপথ বন্ধ করে দিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন।
সরকারের এসব সিদ্ধান্ত কার্যকরে আজ বুধবার থেকে বরিশালে সেনাবাহিনী মাঠে নামবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
বিডি প্রতিদিন/হিমেল