আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার (সুধা মিয়া) ১১ তম মৃত্যুবাষির্কীতে সামাজিক দূরত্ব বজায় রেখে ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে। শনিবার রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদিঘী ফতেপুরে পারিবারিক কবরস্থানে শায়িত ওয়াজেদ মিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্নস্তরের মানুষ।
রংপুর জেলা ও পীরগঞ্জ উপজেলা প্রশাসন, জেলা ও উপজেলা আওয়ামী লীগ, ড. ওয়াজেদ স্মৃতি সংসদ, ড. ওয়াজেদ মিয়া ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা অর্পণ করেন। সেখানে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধাঞ্জলিসহ দোয়া মোনাজাত করা হয়।
এ বছর করোনা পরিস্থিতি বিবেচনায় সব আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়েছে। তবে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয় বলে জানিয়েছেন প্রয়াত বিজ্ঞানীর ভাতিজা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ড. এম এ ওয়াজেদ ফাউন্ডেশন পীরগঞ্জের চেয়ারম্যান এ কে এম ছায়াদত হোসেন বকুল। ২০০৯ সালের এই দিনে পরলোকগমন করেন স্বনামধন্য এই বিজ্ঞানী।
বিডি প্রতিদিন/হিমেল