সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কামাল লোহানী স্বাধীনতা স্বাধীকার ও গণমানুষের মুক্তির দীর্ঘ মিছিলে সম্পৃক্ত ছিলেন। আজীবন সংগ্রামী চেতনায় লালিত কামাল লোহানীর মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। কামাল লোহানীর অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সহানুভূতি জ্ঞাপন করেন তারা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর