চলমান করোনা দুর্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে ‘বাংলাদেশ-ভারত মৈত্রী অটুট থাকুক’ স্লোগানে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি। আজ শনিবার বেলা সাড়ে এগারটায় প্রায় একশ মানুষের উপস্থিতিতে বক্তারা, ভারতের সাথে বাংলাদেশের দ্বি-পাক্ষিক সম্পর্কের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহন করে আসছে দুই দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ ও ভারত একসাথে রক্ত দিয়েছে। তখন চীন বাংলাদেশ নিয়ে কোনও আগ্রহ দেখায়নি, তারা পাকিস্তানকে সমর্থন দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে। পাকিস্তান আজও সন্ত্রাস জঙ্গিবাদের মদদ দিয়ে আসছে, যাতে চীনের সমর্থন রয়েছে।
সমাবেশে চীনে উইঘুর মুসলমানদের উপর নিপীড়নের কথাও বক্তারা উল্লেখ করেন। বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক প্রেফেসর ড. এন সি ভৌমিকের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সহ-আহ্বায়ক মো. সালাউদ্দিন, গণতন্ত্রী পার্টির সভাপতি এম এ জলিল, সাংবাদিক বাসুদেব ধর, মতিলাল রায় ও ইশাক আলী পান্নাসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/শফিক