করোনা পরিস্থিতিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডে ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। হাতিরপুল, গ্রীন রোড, সেন্ট্রাল রোড, কাঠাল বাগান, ফ্রি স্কুলস্ট্রীটসহ বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করে যাচ্ছেন ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম বাবুল।
করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকেই এই ওয়ার্ডের বিভিন্ন এলাকার নিম্নবিত্ত ও মধ্য নিম্নবিত্ত পরিবারের মাঝে ত্রাণ পৌঁছে দেন কাউন্সিলর নিজেই। বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ বন্ধ থাকলেও ১৬নং ওয়ার্ডের চিত্র ভিন্ন। প্রায় প্রতিদিনই দরিদ্র মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে।
১৬নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম বাবুল বলেন, সরকারি এবং ব্যাক্তিগত উদ্যোগে এলাকার অন্তত ৩ হাজার পরিবারের ঘরে ঘরে আমরা ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি। এছাড়া হ্যান্ড স্যানিটাইজার, পিপিইসহ স্বাস্থ্য সুরক্ষার যাবতীয় সামগ্রী সরবরাহ করেছি। এখনও করে যাচ্ছি।
বিতরণকালে কাউন্সিলর বাবুল বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের নির্দেশে ও পরামর্শে সুষ্ঠুভাবে ত্রাণ পৌঁছে দেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/তমাল/আরাফাত