রাজশাহীতে করোনার উপসর্গ নিয়ে একদিনে দুইজনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এর মধ্যে একজন মারা গেছেন রবিবার রাত ৮টার দিকে। তার নাম মতিউর রহমান (৫৬)। মহানগরীর পবা নতুনপাড়া এলাকায় তার বাড়ি। অন্যজনের নাম আইজ উদ্দিন (৭২)। তার বাড়ি রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায়। তিনি মারা যান সকাল ৯টার দিকে।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, আইজ উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল শনিবার রাত ১টার দিকে। আর মতিউরকে ভর্তি করা হয়েছিল রবিবার দুপুরে। তাদের দু'জনেরই করোনার উপসর্গ ছিল। তাই তাদের আইসিইউতে রাখা হয়েছিল।
সাইফুল ফেরদৌস আরও জানান, মৃত্যুর পর তাদের দু'জনেরই নমুনা সংগ্রহ করা হয়েছে। সোমবার পরীক্ষা করা হবে। তারা করোনায় আক্রান্ত ছিলেন কি না তা নমুনা পরীক্ষার পরই নিশ্চিত করে বলা যাবে।
বিডি প্রতিদিন/আরাফাত