করোনার উপসর্গ নিয়ে রাজশাহীতে একরাতে তিনজনের মৃত্যু হয়েছে। তারা সবাই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
এই তিনজনের মধ্যে আহমেদ কুরিয়ার সার্ভিসের মালিক নবুয়াত আলীও (৫০) আছেন। রাজশাহী নগরীর আলুপট্টি এলাকায় তার বাড়ি।
অন্য দু’জন হলেন, রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার পবা নতুনপাড়া এলাকার বাসিন্দা মতিউর রহমান (৫৬) এবং জেলার বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার বাসিন্দা মো. সেন্টু (৪৮)।
রবিবার রাত ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে তারা তিনজন মারা যান। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই তিনজনের করোনার উপসর্গ ছিল। তবে নমুনা পরীক্ষার আগেই তারা মারা গেছেন। মৃত্যুর পর তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। তারা করোনায় আক্রান্ত ছিলেন কি না তা নমুনা পরীক্ষার পরই বলা যাবে।
এর আগে রবিবার সকাল ৯টার দিকে রামেক হাসপাতালের আইসিইউতে আইজ উদ্দিন (৭২) নামে আরেক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে মারা যান। তার বাড়ি রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায়। তারও নমুনা সংগ্রহ করা হয়েছে বলে হাসপাতালের উপ-পরিচালক জানান।
বিডি প্রতিদিন/কালাম