নারায়ণগঞ্জ ৩০০শয্যা হাসপাতালের আইসিইউ ইউনিটে ১০টি বেড এসে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করে সোমবার হাসপাতালটির তত্বাবধায়ক ডা. গৌতম রায় জানান, পূর্বে অক্সিজেন, ভেন্টিলেটর, মনিটর থাকলেও বেডসহ কিছু সরঞ্জামাদির অভাবে আইসিইউ সেবা দেওয়া সম্ভব হয়নি। আইসিইউ সেবার জন্য ১০টি বেড খানপুর হাসপাতালে এসে পৌঁছেছে। বাকি সরঞ্জামাদি এখনও এসে পৌঁছায়নি। আশা করছি অতি শীঘ্রই (সপ্তাহখানেক) আইসিইউ সেবা শুরু হবে।
এদিকে এই বেডের জন্য গত দুই মাস ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ৫০ বারের অধিক চেষ্টা করেছেন শামীম ওসমান। তিনি বলেন, দুই মাস ধরে প্রতি সপ্তাহে আমাকে শোনানো হয়েছিল আগামী শনি, রবি সোম আসবে। এমন অনেকগুলো শনি রবি সোম শোনানোর পর অবশেষে সত্যি আজ সোমবার খানপুর হাসাপাতালে পৌঁছেছে আইসিইউ বেড।
তিনি বলেন, কোন সময় হতাশ হবেন না। শুধু চেষ্টা ছাড়বেন না। আল্লাহর ওপর পুরো ভরসা রেখে কাজ করে যান। আমি যদি ৫০ বার কল না দিতাম বা চেষ্টা ছেড়ে দিতাম, তা হলে যারা বেড দেবে তারাও ভেবে নিত আমি আশা ছেড়ে দিয়েছি। শুধু একটি কথাই বলতে চাই, শেখ হাসিনার কর্মীরা কখনো আশা ছাড়ে না। তারা আশাকে জাগিয়ে রাখতে মরণপণ চেষ্টা অব্যাহত রাখে।
বিডি প্রতিদিন/হিমেল