অবশেষে নারায়ণগঞ্জ-পঞ্চবটি-মুন্সীগঞ্জ মোক্তারপুর সড়ক প্রাণ ফিরে পেয়েছে। রাস্তায় এখানে সেখানে শতাধিক গর্তের মেরামত শেষে এখন পাল্টে গেছে সড়কটি। সড়কটি এমন দশায় খোদ হস্তক্ষেপ করেন নারায়ণগঞ্জ- ৪ আসনের এমপি শামীম ওসমান। এ রাস্তার বিষয়ে গত ৯ জুন বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় “সড়কে শতাধিক গর্ত, দুর্ভোগ” শিরোনামে সংবাদ প্রকাশ হয়েছিল।
সরেজমিন দিয়ে দেখা যায়, রাস্তাটি মেরামত শেষে রোলিং এর কাজ চলছে। এ সড়কে প্রতিদিনই অন্তত ৪-৫ টি ট্রাক উল্টে যেত। শুধু যানবাহনই নয়, শিল্প নগরীর ওপর দিয়ে যাওয়া ওই সড়কে পথচারী ও শ্রমিকরা প্রায় চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছিল। গত ডিসেম্বরে সেতু বিভাগ সড়কটিতে ৬ কিলোমিটার ফ্লাইওভার নির্মাণ করবে বলে আশ্বাস দিয়ে দিয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারবিহীর ওই সড়কটি যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছিল। বর্তমানে ওই রাস্তার পাশেই ফতুল্লা বিসিকে প্রায় ৫০০ শিল্প গার্মেন্ট প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৪ লাখ শ্রমিক সেখানে কর্মরত রয়েছে। এর ফলে প্রতিদিন লাখো শ্রমিক এ সড়ক দিয়ে চলাফেরা করছে। রাস্তা পার হতে গিয়ে শ্রমিকরা প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছিল।
এ বিষয়ে বিকেএমইএর সাবেক সিনিয়র সভাপতি এ এইচ আসলাম সানী জানান, দীর্ঘদিন ধরেই এ রাস্তা বেহাল ছিল। এই রাস্তা দিয়ে চলাচল করে প্রায় ৪ লাখ শ্রমিক। এই শ্রমিক ও শিল্প প্রতিষ্ঠানগুলো যে বৈদেশিক মুদ্রা উপার্জন করছে তার বিনিময়ে এই রাস্তার পাশে বাগান হওয়া দরকার। তবে রাস্তাটি মেরামত হওয়ায় সাধারণ মানুষ স্বস্তি ফিরে পাবে।
এ বিষয়ে মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জ- ৪ আসনের এমপি শামীম ওসমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘সড়কের বেহাল নিয়ে সেতু বিভাগের মন্ত্রী মহোদয়, চেয়ারম্যান ও সচিব মহোদয়ের সঙ্গে কথা বলে নজরে এনেছিলাম। ফতুল্লা বিসিকের ব্যববায়ীরাও তাদের দুর্ভোগ নিয়ে বারবার আমাকে জানিয়েছে। চেষ্টা সফল হয়েছে আল্লাহর ইচ্ছায়।
তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, এ বিষয়ে আমি মন থেকে সেতু বিভাগের মন্ত্রী ও সচিব মহোদয়কে দোয়া করি। তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে রাস্তাটি মেরামতের ব্যবস্থা গ্রহণ করেছেন।
তিনি আরও জানান, অচিরেই এখানে ৬ কিলোমিটার মুন্সীগঞ্জ মোক্তারপুর সড়ক পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ কাজ শুরু হবে।
বিডি প্রতিদিন/হিমেল