সাভারের খাগান এলাকায় আমিন মোহাম্মদ হাউজিংয়ের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজের চার ঘণ্টা পর গার্মেন্ট শ্রমিক এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। অন্যদিকে পানপাড়া এলাকায় বংশী নদীতে নৌ পাড়াপাড়ের সময় পানিতে পড়ে আরেকজন নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাহফুজুর রহমান পৃথক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে সাভারের খাগান এলাকায় আমিন মোহাম্মদ হাউজিংয়ের পুকুর থেকে নিখোঁজ মিরাজ নামে এক গার্মেন্ট শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত মিরাজ (২৩) সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া গ্রামের হাবিবুল্লাহর ছেলে। সে স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাহফুজুর রহমান জানান, দুপুরে খাগান এলাকায় আমিন মোহাম্মদ হাউজিংয়ের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় মিরাজ। পরে স্থানীয়রা ৯৯৯’এ বিষয়টি জানালে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পুকুরে মিরাজের খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু বিশাল আকৃতির পুকুরটি অনেক গভীর হওয়ায় মিরাজের সন্ধান পেতে বেগ পেতে হয় তাদের। পরে সন্ধ্যায় পুকুরের তলদেশ থেকে মিরাজের নিথর দেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সবশেষ আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, অপরদিকে তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়া এলাকায় বংশী নদীতে নৌ পাড়াপাড়ের সময় দুর্ঘটনাবশত এক পুরুষ পড়ে গিয়ে নিখোঁজের সংবাদ পেয়েছেন তারা। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টা নাগাদ উদ্ধার কাজ শুরু করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিখোঁজ ব্যক্তি স্থানীয় একটি প্লাস্টিক কারখানার শ্রমিক বলে জানালেও বিস্তারিত পরিচয় জানাতে পারেননি এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/আরাফাত