দুই ঘণ্টার বেশি সময় পর সদরঘাটে খেয়া পারাপার চালু হয়েছে। ফলে স্বাভাবিক হয়েছে দুই পারের যাত্রী চলাচল। সদরঘাটে নৌ দুর্ঘটনা রোধে খেয়াঘাট দুটি নবাববাড়ী ঘাট ও শ্যামবাজার মসজিদ ঘাটে স্থানান্তর করা হয়।
কিন্তু বুড়িগঙ্গার ওপারের আলম মার্কেটসহ পার্শ্ববর্তী কিছু ব্যবসায়ী ঘাট স্থানান্তরের কারণে খেয়াপারাপার বন্ধ করে দেয়। এমনকি নৌকা দিয়ে মাঝনদীতে ব্যরিকেড সৃষ্টি করে নৌকা চলাচলে বাধা দেয়। ফলে দুই পারের মানুষ পড়ে দুর্ভোগে। এর দুই ঘণ্টারও বেশি সময় পর আবারও খেয়াপারাপার স্বাভাবিক হয়।
ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক একে এম আরিফ উদ্দিন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো বা নাশকতামূলক কর্মকাণ্ড বা জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে কেউ লিপ্ত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধিমোতাবেক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল