আন্তর্জাতিক ওয়ানডেতে দুর্দান্ত অভিষেক হলেও ব্যক্তিগতভাবে বড় এক হতাশায় পড়েছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার প্রেনেলান সুব্রায়েন। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রথম ম্যাচ খেলেই ‘সন্দেহজনক বোলিং অ্যাকশনে’ অভিযুক্ত হয়েছেন এই ৩১ বছর বয়সী অফ-স্পিনার।
মঙ্গলবার কেয়ার্নসে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে সুব্রায়েন ৮ ওভারে ৪৬ রানে ১ উইকেট নেন, শিকার করেন অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ ব্যাটার ট্রাভিস হেডকে। দক্ষিণ আফ্রিকা ম্যাচটি জিতে নেয় ৯৮ রানের বিশাল ব্যবধানে। তবে ম্যাচ শেষে আইসিসি’র পক্ষ থেকে জানানো হয়, ম্যাচ অফিসিয়ালদের রিপোর্টে তার বোলিং অ্যাকশন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
এক বিবৃতিতে আইসিসি জানায়,'অভিযুক্ত বোলারকে আইসিসি অনুমোদিত কোনো পরীক্ষাগারে স্বাধীনভাবে তার বোলিং অ্যাকশনের মূল্যায়ন করাতে হবে, যেখানে তার অ্যাকশন বৈধ কিনা তা নির্ধারণ করা হবে।'
বিডি প্রতিদিন/মুসা