গাজায় ইসরায়েলের চলমান হামলায় সৃষ্টি হওয়া মানবিক বিপর্যয়ের মুখে নীরব থাকতে চায় না নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)। তাই ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ থেকে প্রাপ্ত সমস্ত লভ্যাংশ গাজার ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় ব্যয় করার ঘোষণা দিয়েছে তারা।
আগামী ১১ অক্টোবর অসলোতে উল্লেভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে নরওয়ে-ইসরায়েল ম্যাচটি। ম্যাচটি ঘিরে টিকিট বিক্রি শুরু হবে আগামী সপ্তাহ থেকে। স্টেডিয়ামের ধারণক্ষমতা ২৬ হাজার হলেও বাড়তি নিরাপত্তার কারণে প্রায় তিন হাজার আসন ফাঁকা রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনেস এক বিবৃতিতে বলেন,‘গাজার সাধারণ মানুষের ওপর দীর্ঘদিন ধরে যে একতরফা ও ভয়াবহ আক্রমণ চলছে, তা দেখে আমরা নিশ্চুপ থাকতে পারি না। যারা প্রতিদিন জীবন বাঁচাতে এবং জরুরি সেবা দিতে কাজ করছেন, তাদের সহায়তায় আমরা এগিয়ে আসতে চাই।’
এদিকে, নরওয়ের এই সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল ফুটবল ফেডারেশন। তারা ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে চালানো হামলার কথা স্মরণ করিয়ে দিয়ে সতর্ক করেছে নরওয়েকে, যেন এই অর্থ কোনো সন্ত্রাসী সংগঠনের হাতে না পড়ে। সেই সঙ্গে তারা ‘তিমি শিকার’ ইস্যুতেও নরওয়েকে খোঁচা দিয়েছে যা নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচিত হয়েছে দেশটি।
ইতোমধ্যে উয়েফা এবং স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মিলে ম্যাচটির নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে নরওয়ে ফুটবল ফেডারেশন।
বিশ্বকাপ বাছাইয়ের ‘আই’ গ্রুপে এ পর্যন্ত ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নরওয়ে। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইসরায়েল। আর ইতালি আছে তৃতীয় স্থানে, তাদের পয়েন্ট ৩ (২ ম্যাচে)।
প্রসঙ্গত, নিরাপত্তাজনিত কারণে ইসরায়েল ২০২৩ সালের অক্টোবর থেকে কোনো আন্তর্জাতিক ম্যাচ নিজ দেশে আয়োজন করতে পারেনি। নরওয়ের বিপক্ষে নিজেদের হোম ম্যাচটি তারা হাঙ্গেরিতে আয়োজন করেছিল, যেখানে তারা ৪-২ গোলে হেরে যায়।
অন্যদিকে, একই গ্রুপে থাকা ইতালি ৮ সেপ্টেম্বর ও ১৪ অক্টোবর ইসরায়েলের মুখোমুখি হবে। এই দুই ম্যাচের আগে ইতালির কোচদের সংগঠন ইতালিয়ান সকার কোচেস অ্যাসোসিয়েশন (এআইএসি)* ইসরায়েলকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। সংগঠনটি ইতালিয়ান ফুটবল ফেডারেশনে চিঠি দিয়ে এ আবেদন জানিয়েছে, যাতে উয়েফা ও ফিফার কাছে বিষয়টি তুলে ধরা যায়।
এআইএসি'এর সহসভাপতি জিয়ানকার্লো ক্যামোলেজ বলেন,'আমরা শুধু খেলায় মনোযোগ দিতে পারতাম, কিন্তু আমরা মনে করি সেটা মানবিকভাবে সঠিক নয়। ফুটবলকে অবশ্যই অবস্থান নিতে হবে।'
বিডি প্রতিদিন/মুসা