দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ‘অশালীন শব্দ’ ব্যবহারের কারণে তিরস্কৃত হয়েছেন অস্ট্রেলিয়ার লেগস্পিনার অ্যাডাম জাম্পা। কেয়ার্নসে অনুষ্ঠিত ওই ম্যাচে আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে এক ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটে দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৩৭তম ওভারে। জাম্পার এক ডেলিভারিতে মিসফিল্ড ও ওভার থ্রো হয়, এরপর তিনি হতাশা প্রকাশ করে অশালীন ভাষা ব্যবহার করেন। তার সেই শব্দ স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়ে এবং তা সরাসরি সম্প্রচারে চলে আসে।
আইসিসি’র কোড অব কন্ডাক্টের ধারা ২.৩ অনুযায়ী তাকে অভিযুক্ত করা হয়েছে, যা আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ‘শ্রাব্য অশালীন শব্দ বা অশোভন মন্তব্য’ করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এটি গত ২৪ মাসে জাম্পার প্রথম আচরণবিধি ভঙ্গ, তাই তাকে লেভেল-১ অপরাধে দোষী সাব্যস্ত করে এক ডিমেরিট পয়েন্ট ও মৌখিক তিরস্কার দেওয়া হয়েছে।
জাম্পা স্বীকার করেছেন যে তিনি ভুল করেছেন এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সামনে শাস্তি মেনে নিয়েছেন, ফলে শুনানির প্রয়োজন হয়নি।
লেভেল-১ অপরাধের শাস্তির মধ্যে রয়েছে সর্বনিম্ন তিরস্কার এবং সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা, সাথে এক বা দুই ডিমেরিট পয়েন্ট।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার কাছে ৯৮ রানে হেরে যায়। সেই ম্যাচে জাম্পা ১০ ওভারে ৫৮ রানে ১ উইকেট নিয়েছিলেন। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২২ ও ২৪ আগস্ট, ম্যাকায়ে। এর আগে তিন ম্যাচের টি২০ সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া।
বিডি প্রতিদিন/মুসা