১৭ সেপ্টেম্বর, ২০২০ ১৮:০৩

দুর্গাপূজা উপলক্ষে ৩ দিন সরকারি ছুটির দাবিতে কাল সারাদেশে মানববন্ধন

অনলাইন ডেস্ক

দুর্গাপূজা উপলক্ষে ৩ দিন সরকারি ছুটির দাবিতে কাল সারাদেশে মানববন্ধন

আগামী ২২ অক্টোবর থেকে শুরু হবে পাঁচ দিনব্যাপী দুর্গাপূজা। দুর্গাপূজা উপলক্ষে একদিন সরকারি ছুটি থাকে। পাঁচ দিনের দুর্গাপূজায় অন্তত তিন দিন সরকারি ছুটি করতে দীর্ঘদিন ধরে দাবি করে আসছে হিন্দু ধর্মাবলম্বীদের সংগঠনগুলো।

শুক্রবার এ দাবিতে সারাদেশে মানববন্ধন করবে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নামে একটি সংগঠন।

হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, আগামীকাল সকাল ১০টায় একযোগে দেশের ৬৪ জেলায় মানববন্ধন করা হবে। মানববন্ধনের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানাতে চাই, পূজার ছুটি তিন দিন করা হোক।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর