১৮ সেপ্টেম্বর, ২০২০ ১৩:৪৭

খুলনায় শিয়ালীডাঙ্গা উপস্বাস্থ্য কেন্দ্র পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় শিয়ালীডাঙ্গা উপস্বাস্থ্য কেন্দ্র পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন

খুলনার বটিয়াাঘাটার ভান্ডারকোট শিয়ালীডাঙ্গা উপস্বাস্থ্য কেন্দ্রটি পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। 

শুক্রবার দুপুরে ইউনিয়নের শিয়ালীডাঙ্গা, হালিয়া, নোয়াইলতলা, চান্দামারি, বুজবুনিয়া, গৌরম্ভা ও শ্রীরম্ভা এলাকার কয়েক হাজার মানুষ এই মানববন্ধনে অংশ নেয়।  

খুলনা জিলা স্কুলের সিনিয়র শিক্ষক মো. আমানত হালদার ও সমাজসেবক আব্দুর রহমানের নেতৃত্বে মানববন্ধনে বক্তারা বলেন, নদী তীরের বিচ্ছিন্ন এ অঞ্চলে উপস্বাস্থ্য কেন্দ্রটি না থাকায় এলাকাবাসীকে দূর-দূরান্তে গিয়ে চিকিৎসেবা নিতে হয়। এতে গরীব অসহায় গ্রামবাসী ভোগান্তি ও আর্থিক ক্ষতির সন্মুখীন হচ্ছে। বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন অনেকেই। 

অন্যদিকে, লক্ষীখোলা গ্রামের যেখানে উপস্বাস্থ্য কেন্দ্রটি নেওয়া হয়েছে, তার দেড় কিলোমিটারের মধ্যে টালিয়ামারা গ্রামে আরও একটি উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে। ফলে একই এলাকার লোকজন দুই উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা পাচ্ছে। আর শিয়ালীডাঙ্গা, নোয়াইলতলা, হালিয়া, বুজবুনিয়া, গৌরম্ভা ও শ্রীরম্ভার বিপুল জনগোষ্ঠি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর