বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে হঠাৎ করে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে রাত সোয়া ৯টার দিকে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে সংসদ ভবনের বাসভবনে অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
আবুল হাসানাত আবদুল্লাহ পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন নিরীক্ষা কমিটির আহ্বায়ক।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ