রাজধানীর কামরাঙ্গীরচরে সহকর্মীর ছুরিকাঘাতে শয়ন হাসান (১৮) নামে এক কিশোর মারা গেছেন। শনিবার কথা-কাটাকাটির একপর্যায়ে সিরাজ নামে এক সহকর্মী তাকে ছুরিকাঘাতে হত্যা করেন।
নিহত কিশোর কামরাঙ্গীরচরের হাসাননগর আদর্শ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। তার গ্রামের বাড়ি শেরপুরের শ্রীবর্দী উপজেলার ভাইডাঙ্গা এলাকায়।
ছুরিকাঘাতে আহত শয়নকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন আরেক সহকর্মী রাকিব হাসান। সাংবাদিকদের তিনি জানান, কামরাঙ্গীরচরের হাসাননগর এলাকার ভিটাবাজারে আপন বুটিকস নামের একটি কারখানায় কাজ করতেন শয়ন। সন্ধ্যায় ওই কারখানার কর্মী সিরাজ তাকে আরেক কর্মীকে ডেকে আনতে বলেন।
শয়ন রাজি না হলে এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এরপর সিরাজ ক্ষিপ্ত হয়ে কারখানা থেকে বের হয়ে যান। কিছুক্ষণ পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শয়ন কারখানার সামনের রাস্তায় গেলে সিরাজ তাকে ছুরিকাঘাত করেন।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শয়নকে হত্যা করেছেন সিরাজ। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
বিডি প্রতিদিন/এমআই