ধর্ষণের প্রতিবাদে রাজশাহীতে সাইকেল র্যালি করেছে শিক্ষার্থীরা। রবিবার সকাল ৯টার দিকে নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর থেকে র্যালিটি শুরু হয়।
র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিঅ্যান্ডবি মোড়ে গিয়ে শেষ হয়। মানুষকে সচেতন করতে ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ করতেই এই সাইকেল র্যালি বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
এদিকে দুপুর ১২টার দিকে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ধর্ষণ-বিরোধী নেটওয়ার্ক সংবাদ সম্মেলন করেছে। তারাও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে কঠোর আইন প্রয়োগের দাবি জানায়।
বিডি প্রতিদিন/আবু জাফর