গাজীপুরের কোনাবাড়ি বাইমাইল এলাকা পোশাক শ্রমিকদের জন্য বিনামূল্যে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের বুথ উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে গাজীপুর মহানগরের বাইমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুরের সিভিল সার্জন ডা: মো: খায়রুজ্জামান।
গাজীপুর জেলা স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে কেয়ার বাংলাদেশের সহায়তায় রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সপ্তাহে ৩দিন বিভিন্ন পোশাক কারখানার কর্মরত শ্রমিকদের বিনামূল্যে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকন, সংরক্ষিত নারী কাউন্সিলর তাসলিমা নাসরিন, জেলা স্বাস্থ্য বিভাগ ও কেয়ার বাংলাদেশের কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ