দেশব্যাপী ধর্ষণ-নারী নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রয়েছে। রবিবারও রাজধানীর শাহবাগে গণস্বাক্ষর অভিযান, আলোকচিত্র প্রদশনী ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালন করা হয়েছে।
বামজোটের ধর্ষণ বিরোধী আলোকচিত্র প্রদর্শনী
ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে টানা কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে 'ধর্ষণবিরোধী আলোকচিত্র প্রদর্শনী' করেছে বামজোট। 'ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ' ব্যানারে এই কর্মসূচি পালন করে তারা। এতে শতাধিক আলোকচিত্র স্থান পায়। আলোকচিত্রগুলোতে নারীদের ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বার্তা প্রদানের চেষ্টা করা হয়েছে। এতে অংশ নেন ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্টসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
'ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ' প্ল্যাটফর্মটি আগামী কয়েকদিন টানা কর্মসূচি পালন করবে। এর মধ্যে আছে, ১২ অক্টোবর সাংস্কৃতিক সমাবেশ, ১৩ অক্টোবর চলচ্চিত্র উৎসব, ১৪ অক্টোবর নারী সমাবেশ ও ১৫ অক্টোবর ঢাকায় ধর্ষণবিরোধী সাইকেল র্যালি। প্রতিদিন চারটায় তারা শাহবাগে জমায়েত হবে।
আইন সংশোধনের দাবিতে স্মারকলিপি
ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে আইন সংশোধনে আইনমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ‘যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থীজোট’। রবিবার সকালে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’ সংশোধনে ছয় দফা দাবী নিয়ে আইন মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা ও স্মারকলিপি দেয় সংগঠনটি। এই পদযাত্রা শাহবাগ থেকে শুরু হয়ে মূল রাস্তা ধরে প্রেসক্লাব হয়ে আইন মন্ত্রণালয়ে যায়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এক সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের আহবায়ক শিবলী হাসান তাদের ছয় দফা উপস্থাপন করেন।
তাদের দাবিগুলো হলো- ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা, বাংলাদেশের সাক্ষ্য আইনে ১৮৭২ এর ১৫৫(৪) ধারার সংশোধন করা, প্রত্যেক থানায় নারী সেল গঠন ও হটলাইন সার্ভিস চালু করা, ধর্ষণের শিকার নারীর ‘টু ফিঙ্গার’ টেস্ট বন্ধে হাইকোর্টের নির্দেশনা কার্যকর করা এবং ধর্ষণের শিকার নারীর ও সাক্ষীর আইনী সুরক্ষা নিশ্চিত করা ও শালিসের মাধ্যমে ধর্ষণের বিচারকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া।
আইন মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দিতে যৌন নিপীড়ন বিরোধী শিক্ষার্থী জোটের তিন সদস্যের এক প্রতিনিধি দল যায়। আইন মন্ত্রণালয় অভিমুখে যাত্রাকালে এই ছয় দফা বাস্তবায়নের লক্ষ্যে শিবলী হাসান নতুন কর্মসূচিও ঘোষণা করেন। কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সারাদেশে গণস্বাক্ষর কর্মসূচী পালন করবে সংগঠনটি।
এদিকে, হত্যা, ধর্ষণ, যৌন নিপীড়নের বিরুদ্ধে আইন প্রণয়ন, প্রয়োগ ও বাস্তবায়নের ৯ দফা দাবিতে গণস্বাক্ষর ও অবস্থান কর্মসূচি পালন করেছে মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ড। রবিবার বিকেল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে কর্মসূচি শুরু করে তারা। তাদের দাবির মধ্যে রয়েছে ৬৪টি জেলায় বিশেষ আদালত গঠন করে দ্রুত বিচার আইনে ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার কার্য সম্পন্ন করা, এসব মামলা অগ্রাধিকার ভিত্তিতে আমলে নিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, বিদ্যমান ধর্ষণ মামলার আসামিদের আগামী এক সপ্তাহের মধ্যে গ্রেফতার করা, রাজপথে আন্দোলনে নামে ধর্ষকদের উৎসাহিত করার অপচেষ্টায় লিপ্ত তাদের বিরুদ্ধে তাদের গ্রেফতার করা প্রভৃতি। কর্মসূচিতে অংশ নেন সংগঠনের সভাপতি মেহেদী হাসান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মাসুদা সুলতানা, যুব কমান্ডের সদস্য জাফর ইকবাল প্রমুখ। কর্মসূচির বিষয়ে মেহেদি হাসান বলেন, ধর্ষণ, যৌন-নিপীড়ন প্রহসন এগুলোর বিরুদ্ধে কঠোর আইন প্রনয়ণ এবং বাস্তবায়ন-এটাই আমাদের মূল দাবি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন