গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকায় সৃষ্ট অগ্নিকাণ্ডে এফ বি ফুটওয়্যার লিমিটেড নামের জুতা কারখানার সোল হেল্পার গোলাপী আক্তার (৩০) নিহতের ঘটনায় জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠণ করা হয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে রবিবার (১১ অক্টোবর) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালামকে প্রধান করে, কলকারখানা অধিদপ্তর, ফায়ার সার্ভিস, শিল্প পুলিশ ও জেলা পুলিশের একজন করে মোট ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে সাত কর্মদিবস সময় দেয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের তরফ থেকে নিহতের পরিবারকে লাশ বহন ও দাফনের জন্য তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
এদিকে, রবিবার বিকেলে গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামসহ তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালামসহ অন্যান্য সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্ত কমিটির সদস্য ছাড়াও কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন উপস্থিত ছিলেন।
কালিয়াকৈর দমকল বাহিনীর স্টেশন ওয়ার হাউস ইন্সপেক্টর মো. কবিরুল ইসলাম জানান, গত শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কালিয়াকৈর উপজেলার উলুসারা এলাকায় এফবি ফুডওয়্যার লিমিটেড নামের জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে কালিয়াকৈর, গাজীপুর, সাভার ইপিজেড, কাশিমপুরসহ আশপাশের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে। প্রায় ৫ ঘন্টা চেষ্টার পর রাত ৯টা ৫০মিনিটের সময় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রন আনেন। তবে রবিবারও পুরোপুরি আগুন নেভানোর কাজ অব্যাহত থাকে।
তিনি আরও বলেন, রবিবার সকালে আগুন নেভানোর (ড্যাম্পিংয়ের কাজ) চলাকালে কারখানার ওয়াশরুমে কারখানার সোল হেল্পার গোলাপী আক্তারেড় লাশ পাওয়া যায়। ধোঁয়া আর আগুনের তীব্রতায় তিনি হয়তো ভয়ে কারখানার ওয়াশ রুমে আশ্রয় নিয়েছিলেন। পরে গ্যাসের বিষাক্ততায় হয়তো সেখানেই তিনি মারা গেছেন। তার দেহে আগুনে পুড়ে যাওয়ার কোন আলামত ছিল না। হয়তো বিষাক্ত ধোঁয়ায় দম বন্ধ হয়ে তিনি মারা গেছেন। নিহত শ্রমিক গোলাপী আক্তার কুড়িগ্রামের চিলমারী উপজেলার বারাবাড়ির হাট সরদারপাড়া এলাকার আইনুল হোসেনের স্ত্রী এবং মো. গুলজার হোসেনের মেয়ে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ